Menu Details
বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে সিটি কলেজগুলোর একটি বিশেষ
অবদান রয়েছে। শহর কেন্দ্রিক এ শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা ক্ষেত্রে সব
সময়ই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যুগের গড্ডালিকায় গা- ভাসিয়ে
শুধুমাত্র একটি সার্টিফিকেট অর্জন নয়, যথার্থ সাহচার্য ও জ্ঞান চর্চার
মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মেধার পরিপূর্ণ বিকাশ ও সর্বপরি আধুনিক বিশ্বায়নে শিক্ষায়
একাবিংশ
শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় যথার্থ , দক্ষ্, যোগ্য ও সাহসী বিশ্ব নাগরিক
হিসাবে গড়ে তোলার এক দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে নাটোর শহরের কতিপয়
বিদ্যোৎসাহী ব্যক্তির ব্যক্তিগত উদ্যোগ ও সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন
পেশাজীবি-বুদ্ধিজীবি, দল-মত ও জাতি -ধর্ম নির্বিশেষে নাটোর পৌর এলাকার
সর্বস্তরের জনগণের ঐকান্তিক প্রচেষ্টার সার্থক ফসল হিসাবে ১০ই জুলাই ১৯৯৮
সালে প্রতিষ্ঠিত হয়েছে নাটোর সিটি কলেজ। নাটোরবাসীর
দীর্ঘদিনের আকাঙ্খার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণরুপে শহরের কোলাহলমুক্ত ও
নিরিবিলি এক মনোরম পরিবেশে দক্ষ পরিচালক মন্ডলীর পরিচালনায় প্রতিষ্ঠিত
হয়েছে শিক্ষায় উচ্চমান সম্পন্ন ব্যতিক্রমধর্মী এ আদর্শ বিদ্যাপিঠ, যা
শিক্ষার্থীদের নিবিষ্টচিত্তে জ্ঞানার্জনে সহায়ক হবে। সূচনা লগ্নেই নাটোর
সিটি কলেজের পক্ষ থেকে রাজনীতি, সন্ত্রাস ও ধুমপানমুক্ত ঘোষণা দেয়া হয়। এখানে রয়েছে- তরুণ অথচ মেধাবী, বুদ্ধিদীপ্ত একঝাঁক প্রতিশ্রুতিশীল
শিক্ষক। শিক্ষার পরিবেশ আকর্ষণীয় ও ফলপ্রসু করতে শিক্ষকদের নিরন্তর
পরিশ্রম, সার্বক্ষনিক ক্লাস মনিটরিং, পাঠ পরিকল্পনা, সিলেবাস শেষ করতে
অতিরিক্ত ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হয়। ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিতি
নিশ্চিত করতে অভিভাবকদের সাথে যোগাযোগ ও অভিভাবক সমাবেশ করা হয়। আইন
শৃঙ্খলা, পরিবেশ ও নিয়মানুবর্তিতার জন্য কলেজ ইউনিফর্ম ও আইডি কার্ড
বাধ্যতামূলক করা হয়েছে। নাটোর পৌর এলাকার একমাত্র বেসরকারী সাধারণ কলেজ হিসাবে জন্মলাভকৃত এ
বিদ্যানিকেতনটি উচ্চ মাধ্যমিক স্তরের ও ডিগ্রী (পাস) স্তরের শিক্ষার্থীদের
যথার্থ শিক্ষাদানে এবং দেশ ও জাতি গঠনে অপরিসীম অবদান রাখতে নিবেদিত
থাকবে এবং শিক্ষার্থী ও শিক্ষানুরাগী মানুষের মন জয় করতে সক্ষম হবে মর্মে
সংশ্লিষ্ট সবাই আশাবাদী। তাই প্রতিশ্রুতিশীল মেধাবী ছাত্র-ছাত্রীদের
পদচারণায় মুখরিত হোক নাটোর সিটি কলেজের ক্যাম্পাস।