ইতিহাসের বাদশাহ আলমগীর শিক্ষার যে পরিবেশ আদর্শ গড়ে তুলেছিলেন সে ধরণের পরিবেশ , অভিভাবক পিতা-মাতার অন্তরের অনেক দিনের লালিত স্বপ্ন দেশ ও জাতির সত্যনিষ্ঠ কর্ণধার, সর্বোপরি একজন মানুষ হিসেবে গড়ে উঠার জন্য প্রয়োজন কাঙ্খিত মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু কোথায় সেই স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান? এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান খুজে পাওয়া দুষ্কর, যেখানে অভিভাবকগণ তাদের সন্তানদের পাঠিয়ে নিশ্চিন্তে থাকবেন। যেখানে নেই সন্ত্রাস, নোংরা রাজনীতি এবং অশ্লিল পরিবেশ। আছে শুধু সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলার আস্থার এক অনাবিল আয়োজন। তেমনি সম্মিলিত সুচিন্তার ফসল আজকের নাটোর সিটি কলেজ। কলেজটি প্রতিষ্ঠা লাভ করে ১০ জুলাই ১৯৯৮ খ্রি. । রাজশাহী-নাটোর-ঢাকা মহাসড়ক সংলগ্ন নাটোর পৌরসভার অন্তর্গত সুন্দর ছায়াঘেরা ও নিরিবিলি মনোরম পরিবেশে ১.৭৮ একর জমির উপর কলেজটি প্রতিষ্ঠিত।
Download